ফেসবুক পেজ মনিটাইজেশন করার উপায় ২০২৫
বর্তমান সময়ে বিশ্বের যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ফেসবুক। তবে ফেসবুক বর্তমানের শুধু যোগাযোগের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং এটি অনলাইনে আয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে।
তাই ফেসবুক পেজ মনিটাইজেশন করার উপায় সম্পর্কে অনেকে জানতে চাই কিন্তু কিভাবে ফেসবুক পেজ মনিটাইজেশন করা যাবে সেটা অনেকের ধারণা নেই। আজকের এই আর্টিকেলের মাধ্যমে খুব সহজে আপনারা জেনে নিতে পারবেন ফেসবুক পেজ মনিটাইজেশন করার উপায় ২০২৫ সম্পর্কে। তাহলে আর দেরি না করে আজকের এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
পোষ্ট সূচিপত্রঃ ফেসবুক পেজ মনিটাইজেশন করার উপায় ২০২৫ জানতে পড়ুন
- ফেসবুক কাকে বলে
- ফেসবুক মনিটাইজেশন কি
- ফেসবুক মনিটাইজেশন করতে কি কি যোগ্যতা লাগে
- ফেসবুক মনিটাইজেশন আবেদন করার নিয়ম
- ২০২৫ সালের ফেসবুক পেজ মনিটাইজেশন পেতে কি কি শর্ত পূরণ করতে হবে
- ফেসবুক পেজ মনিটাইজেশন করার উপায় ২০২৫
- ফেসবুক পেজ মনিটাইজেশন চালু করার কয়েকটি ধাপ
- ফেসবুক মনিটাইজেশন থেকে আয় করার উপায়
- ফেসবুক মনিটাইজেশন এর ক্ষেত্রে যাবতীয় সমস্যা ও সমাধান
- লেখক এর শেষ মন্তব্য
ফেসবুক কাকে বলে
বর্তমান সময়ে যোগাযোগের একটি অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে
ফেসবুক। এই জনপ্রিয় যোগাযোগ মাধ্যমটি প্রতিষ্ঠা করেন ২০০৪ সালে মার্ক জুকারবার্গ
এবং তার সহকর্মীরা। এটি বিশ্বের সকল মানুষকে সংযুক্ত করে যেখানে মানুষ
বিভিন্নভাবে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। ফেসবুকে কথা বলার পাশাপাশি ছবি,
ভিডিও এবং বিভিন্ন তথ্য আদান-প্রদান করতে পারেন।
এছাড়াও বর্তমানে ফেসবুক পেইজ এবং গ্রুপের মাধ্যমে শিক্ষা, ব্যবসা , বিনোদন
ইত্যাদি সুযোগ তৈরি হয়েছে। তবে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এটি আরো
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন মেটা প্লাটফর্ম এর একটি অন্যতম অংশ ফেসবুক
যার অধীনে হোয়াইটশো অ্যাপ এবং ইনস্টাগ্রাম রয়েছে। বর্তমানে তথ্যপ্রযুক্তির
সম্প্রসারণ এর পাশাপাশি ফেসবুক কৃত্রিম এবং নিরাপত্তা উন্নয়নের গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করেন।
আরো পড়ুনঃ ইউরোপের কোন কোন দেশের ভিসা চালু আছে ২০২৫
ফেসবুক মনিটাইজেশন কি
ফেসবুক মনিটাইজেশন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে যে কোন কনটেন্ট ক্রিয়েটর
ফেসবুক থেকে আয় করার সুযোগ তৈরি করতে পারেন। ফেসবুকের মাধ্যমে তারা তাদের
বিভিন্ন ভিডিও পোস্ট এবং অন্যান্য কনটেন্ট থেকে অর্থ আয় করতে পারেন। সকল সুবিধা
প্রদান করা হয় ফেসবুক অ্যাড ব্রেক্স, ইনস্ট্যান্ট আর্টিকেল , ফ্যান
সাবস্ক্রাইবসন , ব্র্যান্ড কনটেন্ট এবং facebook স্ট্যাটাস এর মাধ্যমে। এছাড়াও
অ্যাড ব্রেকসের মাধ্যমে ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে অর্থ উপার্জন করা যায়।
ইনস্ট্যান্ট আর্টিকেল দ্রুত লোড হওয়া আর্টিকেলের মাধ্যমে রাজস্ব দেয়। এছাড়াও
ফ্যান সাবস্ক্রাইশন সাবস্ক্রাইবারদের মাসিক ফ্রি এর মাধ্যমে সহায়তা পেতে অনেক
সাহায্য করে, ভালো মানের কন্টেন্ট স্পনশিপ এর সুযোগ দেয় এবং দর্শকদের অনুমোদনের
মাধ্যমে স্ট্যাটাস লাইভ সিস্টেমে অর্থ উপার্জন করার সুযোগ দেয়।
তবে ফেসবুক পেজ মনিটাইজেশন পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা এবং নীতিমালা
অনুসরণ করার প্রয়োজন পড়ে। তাই আপনারা আজকের আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত
পড়ার মাধ্যমে ফেফেসবুক পেজ মনিটাইজেশন করার উপায় এবং অন্যান্য নিয়ম সম্পর্কে
জেনে নিন।
ফেসবুক থেকে আয় করার জন্য আপনাকে অবশ্যই কিছু মৌলিক যোগ্যতা অর্জন করতে হবে এবং
ফেসবুকের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। এখানে ফেসবুক মনিটাইজেশন করতে কি
কি যোগ্যতা লাগে সে সম্পর্কে কিছু প্রয়োজনীয় বিষয় উল্লেখ করা হলোঃ
ফলোয়ার এবং একটিভ দর্শকঃ আপনার ফেসবুক পেজে মিনিমাম ১০,০০০ ফলোয়ার থাকতে
হবে। এবং গত ৬০ দিনে ৫০,০০০-এর বেশি পোস্ট এংগেজমেন্ট কিংবা ১৮০,০০০ মিনিটের বেশি
ভিডিও ভিউ থাকতে হবে।
কনটেন্টঃ আপনাকে অবশ্যই নিজস্ব মৌলিক ভিডিও কনটেন্ট তৈরি করতে হবে যা
আপনার ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং কনটেন্ট মনিটাইজেশন পলিসি
মেনে চলে।
যোগ্য দেশঃ ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রামের জন্য কিছু কিছু নির্দিষ্ট দেশ
রয়েছে, যেখানে এই সুবিধা গুলো পাওয়া যায়। আপনাকে অবশ্যই সেইসব দেশের নাগরিক বা
সেইসব দেশে বসবাস করতে হবে।
এডমিন এবং এডিটর এক্সেসঃ ফেসবুক মনিটাইজেশন আবেদন করার জন্য, আপনার ফেসবুক
পেজের এডমিন বা এডিটর হিসেবে অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে।
পেইআউট অ্যাকাউন্টঃ ফেসবুক পেজ থেকে টাকা উঠানোর জন্য অবশ্যই আপনাকে একটি
বৈধ
পেইআউট একাউন্ট তৈরি করতে হবে
অন্যান্য প্রয়োজনীয়তাঃ আপনাকে অবশ্যই পেজের নিয়মিত ভিডিও আপলোড করতে হবে।
এছাড়াও আপনাকে ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কনটেন্ট মনিটাইজেশন পলিসি
মেনে চলতে হবে। আপনার কন্টেন্ট অবশ্যই নির্ভরযোগ্য এবং সত্য হওয়া প্রয়োজন।
তাছাড়াও আপনি যদি লাইভ ভিডিও থেকে আয় করতে চান তাহলে লাইভ সিস্টেমের জন্য কিছু
অতিরিক্ত শর্ত পূরণ করার প্রয়োজন হতে পারে।
ফেসবুক মনিটাইজেশন আবেদন করার নিয়ম
আপনি কি ফেসবুক থেকে আয় করতে চাচ্ছেন, তাহলে আপনাকে অবশ্যই কিছু শর্ত পূরণ
করতে হবে এবং ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি
মেনে চলতে হবে। সাধারণত একটি পেজ বা প্রোফাইল মনিটাইজেশনের জন্য আবেদন করার আগে
কিছু যোগ্যতা অর্জন করতে হবে যেমন ফলোয়ার সংখ্যা এবং ভিডিও ভিউ ইত্যাদি।
তাহলে চলুন আজকের আর্টিকেলের মাধ্যমে খুব সহজে জেনে নেওয়া যাক ফেসবুক মনিটাইজেশন
প্রোগ্রামের জন্য আবেদন করার সাধারণ ধাপ গুলো সম্পর্কেঃ
যোগ্যতা যাচাইঃ সর্বপ্রথমে আপনার পেজ বা প্রোফাইল মনিটাইজেশন এর জন্য
যোগ্য কিনা তা যাচাই করতে হবে। এরপর facebook পেজের জন্য মেটা স্যুটে জান
এবং মনিটাইজেশন ট্যাবে ক্লিক করে স্ট্যাটাস ও যোগ্যতা সারসংক্ষেপ মনোযোগ
সহকারে দেখুন। এবং ব্যক্তিগত প্রোফাইলের জন্য , স্টার মনিটাইজেশনের জন্য, আপনার
দেশ যোগ্য কিনা এবং অন্যান্য শর্তগুলি পূরণ করতে হবে কিনা তা ভালোভাবে যাচাই
করুন।
শর্তাবলী পূরণ করাঃ আপনার পেজ বা প্রোফাইল যদি যোগ্য হয়, তবে মনিটাইজেশন
প্রোগ্রামের শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন এবং ভালোভাবে পূরণ করার চেষ্টা
করুন।
আবেদন করাঃ যখন আপনি শর্তাবলী পূরণ করবেন, তখন মনিটাইজেশন প্রোগ্রামের
জন্য আবেদন করুন।
পর্যালোচনাঃ আপনার আবেদনটি ফেসবুক কর্তৃপক্ষ পর্যালোচনা করবে এবং আপনার
পেজ বা প্রোফাইল মনিটাইজেশনের জন্য উপযুক্ত কিনা তা যাচাই করে আপনাকে
জানাবে।
মনিটাইজেশন চালু করাঃ যদি আপনার আবেদন গৃহীত হয়, তবে আপনি আপনার কন্টেন
থেকে অর্থ উপার্জন করতে পারবেন।
এছাড়াও ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রাম সম্পর্কে আরো বিস্তারিতভাবে তথ্য জানার জন্য
আপনি মেটা বিজনেস হেল্প সেন্টার এবং ফেসবুক ফর ক্রিয়েটরস ওয়েবসাইট ভিজিট করতে
পারেন।
২০২৫ সালের ফেসবুক পেজ মনিটাইজেশন পেতে কি কি শর্ত পূরণ করতে হবে
ফেসবুক মনিটাইজেশন ২০২৫ সালের জন্য আপনাকে অবশ্যই ফেসবুকের পার্টনার মনিটাইজেশন
পলিসি এবং অ্যাকাউন্ট মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে। এছাড়াও আপনার একটি পেজ
এবং প্রোফাইল থাকতে হবে যেখানে কমপক্ষে ১০,০০০ ফলোয়ার থাকতে হবে এবং গত ৬০ দিনে
৫০,০০০ বা তার বেশি ভিউ থাকতে হবে
২০২৫ থেকে আয় করার জন্য আপনাকে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখতে হবেঃ
যোগ্যতাঃ সর্বপ্রথম আপনার একটি ফেসবুক পেজ বা প্রোফাইল থাকতে হবে। আপনার
পেজে অবশ্যই ১০ হাজার ফলোয়ার থাকতে হবে এবং গত ৬০ দিনের মধ্যে ৫০ হাজার বা তার
বেশি ভিউ থাকতে হবে। এই ভিউ গুলো রিলস, লাইভ বা অন্যান্য ভিডিও থেকেও আসতে
পারে।
মনিটাইজেশন নীতিমালাঃ আপনার পেজ বা profile অবশ্যই ফেসবুকের মনিটাইজেশন
নীতিমালা অনুসরণ করে চলতে হবে। এর মধ্যে রয়েছে কমিউনিটি স্ট্যান্ডার্ড, কন্টেন্ট
মনিটাইজেশন পলিসি এবং পার্টনার মনিটাইজেশন পলিসি।
কনটেন্ট এবং সত্যতাঃ আপনার কনটেন্ট অবশ্যই নিজস্ব এবং মৌলিক কন্টেন্ট হতে
হবে।কন্টেনগুলো কন্টেনগুলো কপিরাইট মুক্ত হতে হবে এবং অন্যের
কনটেন্ট ব্যবহার করা যাবে না। এছাড়াও আপনাকে সত্যতা বজায় রেখে কন্টেন্ট লিখতে
হবে।
বিজ্ঞাপনঃ আপনার কনটেন্টে যে বিজ্ঞাপন দেখানো হবে, তা অবশ্যই ফেসবুকের
বিজ্ঞাপন নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ বা সংগতিপূর্ণ হতে হবে।
ফেসবুক পেজ মনিটাইজেশন করার উপায় ২০২৫
ফেসবুক পেজ মনিটাইজেশন করার উপায় সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ
গুগলে সার্চ করে থাকেন। আপনাদের জানার সুবিধার্থে আজকের এই পোষ্টের মাধ্যমে খুব
সহজে জেনে নিতে পারবেন কিভাবে ফেসবুক পেজ মনিটাইজেশন করা যায়। ফেসবুক পেজ
মনিটাইজেশন করার জন্য কিছু ধাপ অনুসরণ করতে হয়। এছাড়াও ফেসবুক পেজ
মনিটাইজেশন এর জন্য কিছু ডকুমেন্ট প্রয়োজন হয় যেমনঃ
আপনার এন আইডি কার্ডের সকল তথ্যগুলো প্রয়োজন হবে
টিন সার্টিফিকেট প্রয়োজন হবে
আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে
এছাড়াও আপনার একটি স্বজন ফোন নাম্বার লাগবে
ফেসবুক পেজ মনিটাইজেশন চালু করার কয়েকটি ধাপ
ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য অবশ্যই কিছু ধাপ অনুসরণ করতে হবে যেগুলো ছাড়া
মনিটাইজেশন সম্ভব নয়। সেই ধারণা গুলো কি সে সম্পর্কে অনেকেরই ধারণা নেই তাই
আজকের এই পোষ্টের মাধ্যমে খুব সহজেই জেনে নিতে পারবেন। তাহলে চলুন এই পোষ্টের
মাধ্যমে ধাপগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
প্রথম ধাপঃ ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য আপনাদেরকে প্রথমে যেকোনো একটি
ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে। এরপর সেখানে সার্চ বাড়ে গিয়ে Creator Studio অথবা
Meta Business Suite লিখে সার্চ করলে দেখবেন আপনার অফিশিয়াল সাইটটি চলে আসবে।
এবং সেখানে ক্লিক করুন এরপর আপনার কাঙ্খিত ফেসবুক পেজটি লগইন দিতে হবে।
দ্বিতীয় ধাপঃ Creator Studio তে প্রবেশ করার পর মনিটাইজেশন অপশনটিতে
ক্লিক করুন। এরপর In-stream ads for on demand নামের একটি অপশন দেখতে পাবেন
আপনাকে সেখানে সেটাপ অপশনটিতে ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপঃ এরপর আপনি Set Up অপশনটিতে ক্লিক করার পর কনটেন্ট মনিটাইজেশন
ট্রামস এন্ড কন্ডিশন দেখতে পাবেন সেগুলো ভালোভাবে পড়ে নিতে হবে এবং তারপর নিচে
agree and Continue করতে হবে। এরপর দেখতে পাবেন নতুন একটি পেজ শো করছে এবং সেখানে
আপনাকে একটি Payout অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
চতুর্থ ধাপঃ এরপরে আপনার পেজটি Show হবে সেখানে পেজটি সিলেক্ট করার পর
আপনি ক্রিয়েট একাউন্ট নামের একটি অপশন দেখতে পাবেন। তারপর আপনার জন্মস্থান বা
জন্মদেশ এবং বিজনেস টাইপ সিলেক্ট করে দেশ হিসেবে বাংলাদেশ সিলেক্ট করে দিতে
পারেন। যেহেতু আপনার পেজটা পার্সোনাল সেক্ষেত্রে বিজনেস হিসেবে ইন্ডিভিজুয়াল
সিলেক্ট করা উচিত হবে।
পঞ্চম ধাপঃ ফেসবুক পেজ মনিটাইজেশন করার উপায় হিসেবে পঞ্চম ধাপে আপনাকে
কিছু ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি খুব ভালোভাবে পড়ে সঠিকভাবে পূরণ করতে হবে।
কেননা সেখানে ভুল হলে আপনার অর্জিত অর্থ অন্য কেউ পেয়ে যেতে পারে। তাই অবশ্যই
সাবধানতার সাথে ফর্মটি পূরণ করবেন। ফাস্ট নেম এবং লাস্টের নেম ও মিডিল নেম
চাইবে সেখানে আপনার এনআইডি কার্ডের যে সকল তথ্যগুলো দেওয়া আছে সেগুলো তথ্য
ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন।
এরপর আপনার business address এ আপনার বাসার এড্রেসটি দিতে পারেন এরপরে
পর্যায়ক্রমে থানার নাম জেলার নাম দিতে হবে। পোস্টাল কোড এর জায়গাতে আপনার
এনআইডি কার্ডের যে পোস্টাল কোডটি রয়েছে সেটি দেওয়া প্রয়োজন। এরপর টাউন কিংবা
সিটি এবং দেশ আপনার নির্দিষ্ট তথ্যগুলো দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। এরপর
আপনার জন্ম তারিখ এবং ইমেইল ঠিকানা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।
ষষ্ঠ ধাপঃ পেজ মনিটাইজেশনের ষষ্ঠ ধাপে গিয়ে আপনাকে খুব গুরুত্বপূর্ণ
সহকারে ফর্মটি পূরণ করতে হবে কারণ আপনার ব্যাংকের সকল তথ্যগুলো সেখানে দিতে হবে।
Country তে আপনার নিজ দেশের নাম সিলেক্ট করে দিতে হবে এবং একাউন্ট হোল্ডার নামে
আপনার যে ব্যাংক একাউন্ট খোলা রয়েছে সেই নামটি সেখানে দিয়ে দিতে হবে। আপনার
ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি প্রদান করতে হবে।SWIFT Number
এ গিয়ে SWeft নাম্বারটি দিয়ে দিতে হবে। এই নাম্বারটি সংগ্রহ করার জন্য আপনার
নিকটস্থ ব্যাংক শাখা অফিসে গিয়ে সংগ্রহ করতে হবে। প্রদত্ত ফাইলটি ডাউনলোড করে
সেখানে অবশ্যই আপলোড দিয়ে দিতে হবে। ফাইলের pdf ডাউনলোড করে এডিট অপশনে
গিয়ে আপনার নাম ঠিকানা এবং যাবতীয় সকল প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করে আপলোড
করতে হবে।
এরপরে আপনাকে নেক্সট অপশন এ ক্লিক করে এডমিন অপশন এ ক্লিক করে আপনার পেজটির
মনিটাইজেশন এর জন্য আবেদন সম্পূর্ণ হবে। আমি আশা করি ফেসবুক পেজ মনিটাইজেশন
কিভাবে করবেন সে সম্পর্কে ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন।
ফেসবুক মনিটাইজেশন থেকে কিভাবে আয় করা যায় সে সম্পর্কে জানার জন্য প্রায়
অধিকাংশ মানুষ google এ অনুসন্ধান করে থাকেন। তাই চলুন আজকের পোষ্টের মাধ্যমে খুব
সহজে জেনে নেওয়া যাক ফেসবুক মনিটাইজেশন থেকে আয় করার উপায় সম্পর্কে।
ইন স্টিম বিজ্ঞাপনঃ ভিডিওর মাঝে বিজ্ঞাপন দেখিয়ে অর্থ উপার্জন করতে
পারবেন।
স্টারঃ দর্শকরা আপনাকে স্টার পাঠাতে পারবে যা আপনার আয়ের একটি
অন্যতম উৎস।
স্পন্সারড কনটেন্টঃ বিভিন্ন ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করে
স্পন্সার্ড কন্টেন্ট তৈরি করে অর্থ উপার্জন করতে পারবেন।
সাবস্ক্রিপশনঃ আপনার পেজের অনুসারীরা আপনাকে মাসিক ভিত্তিতে
সার্চক্রিবশন ফি প্রদান করতে পারবেন।
অন্যান্যঃ ফেসবুক বিভিন্ন সময়ে নতুন মনিটাইজেশন অপশন চালু করে যা
থেকে অর্থ উপার্জন করা সম্ভব।
ফেসবুক মনিটাইজেশন এর শর্তগুলো আপনি যদি এই শর্তগুলো পূরণ করেন, তাহলে আপনি
ফেসবুক থেকে অর্থ উপার্জনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পর ফেসবুক
আপনার পেজ বা প্রোফাইল পর্যালোচনা করবে এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে
আপনাকে মনিটাইজেশন সুবিধাগুলো দেওয়া হবে।
ফেসবুক মনিটাইজেশন এর ক্ষেত্রে যাবতীয় সমস্যা ও সমাধান
বর্তমান সময়ে ফেসবুক মনিটাইজেশন করতে গিয়ে অনেক ক্রিকেটার বিভিন্ন সময় বিভিন্ন
সমস্যার সম্মুখীন হচ্ছেন। নিম্নে আজকের পোস্টের মাধ্যমে এর কিছু সমস্যা এবং
সমাধান সম্পর্কে আলোচনা করা হলোঃ
ফেসবুক মনিটাইজেশন এর সমস্যাঃ বর্তমানে কনটেন্ট যথেষ্ট বা পর্যাপ্ত এনগেজমেন্ট
পাওয়া যায় না বা পাওয়া অনেক কঠিন। এছাড়াও কপিরাইট সমস্যার সম্মুখীন হতে হয়
বিভিন্ন সময়। মনিটাইজেশন নীতি লংঘন করলে পেজ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক
বেশি থাকে।
ফেসবুক পেজ মনিটাইজেশন এর বিভিন্ন সমস্যার সমাধানঃ নিয়মিত ইউনিক এবং
মানসম্মত কনটেন্ট তৈরি করতে হবে। নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং ফেসবুকের সকল
ধরনের নিয়ম ও শর্ত মেনে চলতে হবে।
আরো পড়ুনঃ মালয়েশিয়া টুরিস্ট ভিসা কত টাকা
লেখক এর শেষ মন্তব্য
আমি আশা করি উপরের আলোচনা থেকে আপনারা জানতে পেরেছেন যে ফেসবুক পেজ
মনিটাইজেশন করার উপায় ২০২৫, ফেসবুক মনিটাইজেশন করতে কি কি যোগ্যতা লাগে , ফেসবুক
মনিটাইজেশন আবেদন করার নিয়ম , ২০২৫ সালে ফেসবুক পেজ মনিটাইজেশন পেতে কি কি শর্ত
পূরণ করতে হবে, ফেসবুক পেজ মনিটাইজেশন করার কয়েকটি ধাপ এবং ফেসবুক
মনিটাইজেশন এর ক্ষেত্রে যাবতীয় সমস্যা ও সমাধান ইত্যাদি সম্পর্কে।
তাই ফেসবুক পেজ মনিটাইজেশন করার উপায় ২০২৫ জানতে আজকের আর্টিকেলটি প্রথম থেকে
শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। আর আর্টিকেলটি পড়ে আপনার যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url