দুবাই লটারি কিভাবে কিনব
দুবাই লটারি আপনারা কিভাবে কিনবেন সে বিষয়ে আজকে আমরা এই পোস্টে আলোচনা করব। বাংলাদেশ থেকে অনেকেই দুবাই লটারি ক্রয় করে থাকে। আর আপনি যদি কাজের ফাঁকে ফাঁকে সেই সময়ে লটারি কিনে টাকা আয় করতে চান। তাহলে আপনি দেরি না করে এখনই লটারি কিনে ফেলতে পারেন।
লটারি কেনার জন্য আপনাকে কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হবে। কারণ দুবাই টিকিট কেনার জন্য আপনাকে কিছু তথ্য দিতে হবে। আপনি যদি দুবায়ে বসবাসরত অবস্থায় টিকিট কিনতে চান তাহলে আপনার নিজস্ব কিছু তথ্য এবং ছবি প্রদান করতে হবে। সবচাইতে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার।
সূচিপত্রঃ দুবাই লটারি কিভাবে কিনব
- দুবাই লটারির সঠিক মূল্য কত তা জানুন
- দুবাই লটারি কিভাবে কিনব
- ইসলামের দৃষ্টিতে দুবাই লটারি হালাল নাকি হারাম
- দুবাইতে কোন কোন ধরনের লটারি পাওয়া যায়
- দুবাই বিগ টিকিটের দাম কত
- ড্রিম দুবাই ক্যাম্পেইন ড্র এর নিয়ম ও শর্তাবলী
- দুবাই লটারি কিভাবে কাজ করে
- দুবাই লটারির ফলাফল কিভাবে জানা যায়
- দুবাই লটারি খেলা কত দিন পর পর হয়
- দুবাই লটারি কেনার সঠিক নিয়মাবলী
- দুবাই লটারি কেনার কিছু শর্তাবলী জানুন
- শেষ কথা
দুবাই লটারির সঠিক মূল্য কত তা জানুন
দুবাই লটারির সঠিক মূল্য কত সে সম্পর্কে আপনারা অনেকেই দ্বিধা দ্বন্দ্বে
রয়েছেন। তাই আপনাদেরকে আমি আজকে জানাবো দুবাই লটারি কি পরিমাণে দাম নির্ধারিত
হয়ে থাকে। দুবাইয়ে বিভিন্ন ধরনের লটারি পাওয়া যায়। লটারির মূল্য সাধারণত
লটারির ধরন ও পুরস্কারের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই আপনি যে
ধরনের লটারি কিনবেন সেই ধরনের পুরস্কার পাবেন। ভিন্ন ভিন্ন লটারিতে ভিন্ন
ভিন্ন পুরস্কার রয়েছে। আজকের পোস্টে আপনাদের মাঝে দুবাই লটারির মূল্য কত
সেই বিষয়ে আলোচনা করব।
মনে করুন একটি টিকেটের মূল্য ১০০০ দিরহাম। তাহলে আপনি সেই টিকিটে পুরস্কার পাবেন
এক মিলিয়ন মার্কিন ডলারের মত। এবং আপনি যদি ৫০০ দিরহাম দিয়ে লটারি
কিনে থাকেন। তবে আপনি একটি গাড়ি কিনবা মোটরসাইকেল জেতার সুযোগ পেয়ে যাবেন।
তাছাড়াও বিগ টিকিট লটারির মূল্য ৫০০ দিরহাম। এখানে আপনি একটি বিশাল অফার যেতার
সুযোগ পাবেন সেটি হচ্ছে আপনি যদি দুইটি টিকিট কিনেন তাহলে একটি টিকিট ফ্রি
পাবেন। তাহলে বুঝতেই পারছেন আপনি যদি ১০০০ দিরহাম দিয়ে দুটি টিকিট কেনেন তাহলে
একটি টিকিট ফ্রি পাবেন।
এছাড়া এখানে ১০০ দিরহাম কিংবা ২০০ দিরহাম দিয়ে ও আপনি লটারি কিনতে পারবেন। এতে
করে আপনি বিভিন্ন ধরনের ছোট ছোট পুরস্কার পেয়ে যাবেন। আমি আশা করি আপনারা অবশ্যই
ক্রিকেট ক্রয় করার বিষয়ে সঠিক মূল্য সম্পর্কে জানতে পেরেছেন
দুবাই লটারি কিভাবে কিনব
দুবাই লটারি কিভাবে কেনা যায় এটা অনেকেরই অজানা তাই চলুন আজকের পোষ্টের মাধ্যমে
দুবাই লটারি কেনার পদ্ধতি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। দুবাই লটারি কেনা
সকলের এক ধরনের স্বপ্নের মত হয়ে থাকে। দুবাই লটারির মধ্যে দুটি লটারি সবচাইতে
বেশি জনপ্রিয় সেটি হচ্ছে দুবাই ডিউটি ফ্রী মিলেনিয়াম এবং বিগ টিকিট। আপনি
চাইলেই বাংলাদেশে বসে অনলাইনের মাধ্যমে এই টিকিটগুলো কিনতে পারবেন।
তবে আপনি যদি অনলাইনে দুবাই লটারি কিনতে চান তাহলে অবশ্যই দুবাই
আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে কিনতে হবে। দুবাই লটারি কেনার জন্য আপনার
অবশ্যই আন্তর্জাতিক ডেভিড কিংবা ক্রেডিট কার্ড থাকতে হবে। Dubai duty free
website and big ticket website গিয়ে টিকিট কেনা যায়. আপনার মোবাইল ফোনে
এই অ্যাকাউন্টটি তৈরি করে নিতে হবে.
এই ওয়েবসাইটে প্রবেশ করার পর সর্বপ্রথম আপনার নাম, ইমেইল ঠিকানা এবং আপনার
অন্যান্য যে সকল তথ্য প্রয়োজন সেগুলো দিয়ে একটি একাউন্ট তৈরি করে নিতে
হবে। এরপর আপনি কোন ধরনের লটারি কিনতে চাচ্ছেন সে অনুযায়ী পেমেন্ট সম্পন্ন
করতে হবে। টিকিট কেনা সম্পূর্ণ হয়ে গেলে আপনি টিকিটটি আপনার ইমেইল নাম্বারে খুব
সহজেই পেয়ে যাবেন। সরাসরি ওয়েবসাইট থেকে আপনার ইমেইল নাম্বারে তারা
পাঠিয়ে দেবে
তাছাড়াও আপনি যদি সরাসরি লটারি কিনতে চান তাহলে দুবাইতে বসবাসরত অবস্থায় দুবাই
বিমানবন্দরে গিয়ে দুবাই লটারি টিকিট কিনতে পারবেন। অবশ্যই আপনাকে আপনার
পাসপোর্টটি সঙ্গে করে নিয়ে যেতে হবে। দুবাই টিকিট কেনার সময় পাসপোর্ট এর
নাম্বার এর প্রয়োজন হবে। কারণ আপনি যদি ভাগ্যক্রমে লটারি পেয়ে যান তাহলে তারা
আপনার পাসপোর্ট চেক করবে।
ইসলামের দৃষ্টিতে দুবাই লটারি হালাল নাকি হারাম
ইসলামের দৃষ্টিতে দুবাই লটারি হালাল নাকি হারাম এই প্রশ্ন অনেকের মনে নাড়া দেয়।
শাইখ আব্দুল আজিজ ইবনে বাজ রাযিআল্লাহু তা'আলা আনহু কে জিজ্ঞাসা করা হয়েছিল।
কিছু দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা বা সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রে
তাদের কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহের জন্য যে লটারি বা র্যাফেল আয়োজন করে তা
কি শরীয়ত অনুসারে জায়েজ হবে।
তিনি উত্তরে বলেন, লটারি এবং লটারি জুয়ার অন্য একটি নাম যা কোরআন ও সুন্নাহ এবং
আলেমদের ঐক্যমত অনুসারে হারাম। আল্লাহ তায়ালা এ প্রসঙ্গে বলেন। হে
ঈমানদারগণ, মদ্যপান এবং সকল প্রকার মদ্যপানিও জুয়া শয়তানের ঘৃন্ন কর্মের
ঘৃণ্য কাজের মধ্যে অন্যতম। কারণ শয়তান তো কেবল মদ ও জোয়ার মাধ্যমে তোমাদের
মধ্যে শত্রুতা ও বিদ্বেষের সঞ্চার করতে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামাজ
থেকে বিরত রাখতে চাই।
এই জুয়া যা এমন যেকোনো লেনদেন যেখানে একজন ব্যক্তি জিততে পারে এবং হারতেও
পারে। সে জানে না যে সে জিতবে না হেরে যাবে এই সবই হারাম। প্রকৃতপক্ষে এটি একটি
বড় পাপ, এবং এর ভিন্ন প্রকৃতির কোন গোপন বিষয় নয় যখন কেউ বুঝতে পারে যে আল্লাহ
এটিকে মূর্তি পূজা মত এবং আসলাম এর সাথে যুক্ত করছে। তাহলে আমি আশা করছি আপনারা
নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জুয়া ইসলামের দৃষ্টিতে একটি হারাম বিষয়।
দুবাইতে কোন কোন ধরনের লটারি পাওয়া যায়
দুবাইতে কোন কোন ধরনের বা কি কি লটারি পাওয়া যায় এ বিষয়ে
অনেকের জানার আগ্রহ রয়েছে। তবে আপনাদের অবশ্যই জানা উচিত দুবাইতে কোন কোন
ধরনের লটারি পাওয়া যায় এবং আপনি কিভাবে এগুলো ক্রয় করবেন। দুবাই
ডিউটি ফ্রী লটারি এবং বিগ টিকিট লটারি সবচাইতে জনপ্রিয় লটারি গুলোর মধ্যে
অন্যতম। চলুন তাহলে জেনে নেওয়া যাক দুবাইতে কোন কোন ধরনের লটারি পাওয়া যায়।
- দুবাই ডিউটি ফ্রী লটারি ( Dubai duty free lottery)
- বিগ টিকিট লটারি (big ticket lottery)
- এমিরেটস লোটো (Emirates Lotto)
- মোহজোজ লটারি (Mahzooz lottery)
- আরবিয়ান র্যাফেলস (Arabian Raffles)
- চ্যারিটি লটারি এবং অন্যান্য প্রোগ্রাম (Charity lottery and anothr programs) ইত্যাদি।
হে আমার প্রাণপ্রিয় পাঠক বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দুবাইতে কোন
কোন ধরনের লটারি পাওয়া যায়। আপনারা আপনাদের ইচ্ছা মত লটারি কিনতে পারবেন। এবং
এই লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জিততে পারবেন।
দুবাই বিগ টিকিটের দাম কত
দুবাইয়ের সব থেকে জনপ্রিয় এবং অন্যতম লটারি হচ্ছে দুবাই ডিউটি ফ্রি লটারি এবং
দুবাই বিগ টিকেট। অনেকে আছেন যারা দুবাই বিগ টিকিটের দাম কত এ বিষয়ে জানতে
আগ্রহী তাই আমি আজকের এই পোষ্টের মাধ্যমে আলোচনা করব দুবাই বিগ টিকিটের দাম
কত।
দুবাই প্রতিটি বিগ টিকিটের দাম কত এবং গ্যারান্টিযুক্ত নগদ ক্রিকেটার মূল্য
সাধারণত ৫০০ দিরহাম এবং আপনি যদি দুইটি কেনেন তাহলে আপনি তৃতীয়টি বিনামূল্যে
পাবেন। এবং তিনটি প্রচারের অধীনে ড্রিম কার্ড ড্রপিক টিকিটের মূল্য ১৫০ দিরহাম
হয়ে থাকে।
এছাড়াও লাকি ডে টিকিটের দাম ৫০ দিরহাম ও সংযুক্ত আরব আমিরাতে লটারি ওয়েবসাইট
থেকে খুব সহজে কেনা যাবে। লাকি ড্র টিকেট ছাড়াও লোকেরা পাঁচ দিরহাম থেকে ৫০
দিরহাম পর্যন্ত ক্র্যাশকার্ড ও কিনতে পারেন এবং যার মাধ্যমে ১০ লক্ষ দিরহাম
পর্যন্ত আপনার জেতার সম্ভাবনা রয়েছে।
ড্রিম দুবাই ক্যাম্পেইন ড্র এর নিয়ম ও শর্তাবলী
ড্রিম দুবাই ক্যাম্পেইন ড্র এর কিছু নিয়ম ও শর্তাবলী রয়েছে। এই ড্র শর্তাবলী
একে জানুয়ারি ২০২৩ থেকে কার্যকর হয়েছে। আমরা যেকোনো সময় নোটিশ ছাড়াই এর রস
অর্থাবলী সংশোধন করতে পারব এবং প্ল্যাটফর্মে প্রদর্শিত হওয়ার পর সংশোধন গুলি খুব
তাড়াতাড়ি কার্যকর হবে। এই পোষ্টের মাধ্যমে ড্রিম দুবাই ক্যাম্পেইন ড্র এর
নিয়ম ও শর্তাবলী গুলো আলোচনা করা হলো।
শর্তাবলির সাথে আপনার চুক্তির পাশাপাশি আমাদের প্রতিযোগিতার ড্র গুলোতে অংশগ্রহণ
এবং পুরস্কার জেতার ক্ষেত্রে নিম্নলিখিত বিধানগুলো প্রযোজ্য থাকবে।
আমরা যেকোনো সময় কোন নোটিশ ছাড়াই এই ড্র শর্তাবলী সংশোধন করতে পারব এবং
প্ল্যাটফর্মে প্রদর্শিত হওয়ার পরে সংশোধন গুলি অতি তাড়াতাড়ি কার্যকর হবে। আপনি
স্বীকার করেন এবং সম্মত হন যে যেকোনো পরিবর্তনের সাথে আপনি নিজেকে পরিচিত করার
জন্য পর্যায়ক্রমে এর ড্র শর্তাবলী পর্যালোচনা করা আপনার একান্ত দায়িত্বের মধ্যে
পড়ে।
ড্রাগুলি দুবাই ফেস্টি ভালস এবং রিটেইল এস্টাবলিশমেন্ট দ্বারা অনুমোদিত হবে ও
নির্দেশিকা অনুসারে হবে যার ফলে সময়ে এগুলো সংশোধন করা যেতে পারে খুব সহজে।
প্রতিটি ড্রয়ের জন্য একটি বৈধ পারমিট নম্বর জারি করা হবে। এছাড়াও ড্রিম দুবাই
ক্যাম্পেইন ড্র এর আরো অনেক নিয়মাবলী ও শর্তাবলী রয়েছে যেগুলো আপনারা google এ
সার্চ করলে সহজে পেয়ে যাবেন।
দুবাই লটারি কিভাবে কাজ করে
দুবাই লটারি কিভাবে কাজ করে এ বিষয়ে অনেক ভাই ও বোনেরা জানতে আগ্রহী। তাই আজকে
আপনাদেরকে জানাবো কিভাবে দুবাই লটারি কাজ করে থাকে। তাহলে আসুন খুব সহজে জেনে
নেওয়া যাক।
সংযুক্ত আরব আমিরাতে লটারি খেলোয়ারদের সুরক্ষা একটি জাতীয় লটারিতে, আপনি যে
টিকিটটা কিনবেন আপনার সেই টিকিটে থাকা সংখ্যার সাথে মিলিত ড্র করা সংখ্যার সংখ্যা
নির্ধারণ করে যে আপনি কত টাকা জিতেছেন। তবে একটি র্যাফেলে একটি টিকিট কেনা জড়িত
থাকে যার একটি নির্দিষ্ট সংখ্যা রয়েছে। যদি সেই সংখ্যাটি ড্র হয়, তাহলে নিশ্চয়
আপনি একটি পুরস্কার জিতবেন। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দুবাই লটারি
কিভাবে কাজ করে।
দুবাই লটারির ফলাফল কিভাবে জানা যায়
দুবাই লটারির ফলাফল জানতে হলে আপনাকে সর্বপ্রথম লটারি ক্রয় করতে হবে। যখন আপনি
দুবাই লটারি ক্রয় করবেন সেখানে বিভিন্ন ধরনের নীতিমালা বলে দেওয়া হবে। সেই
নীতিমালা গুলো আপনি পড়বেন এবং অনুসরণ করবেন। যে দুবাই লটারি কবে কখন এবং
কিভাবে ফলাফল জানায় এ ব্যাপারে আলোচনা করা থাকে। আপনি যখন দুবাই লটারি ক্রয়
করবেন তখন অবশ্যই ক্রয়ের নীতিমালা গুলো মেনে ক্রয় করবেন। লটারি ক্রয়
করার পর সেই টিকিটে লটারির ড্রয়ের তারিখ উল্লেখ করা থাকবে। সেখানে বলা থাকে
লটারি কবে এবং কত তারিখে অনুষ্ঠিত হবে।
লটারি ড্র তে যারা বিজয়ী হবেন তাদেরকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এছাড়াও আপনারা সবাই ওয়েবসাইটে সরাসরি ফলাফল দেখতে পারবেন। এছাড়াও ওয়েবসাইটে
ফলাফল দিয়ে দেওয়া হয়। তাছাড়াও আপনি যে সংস্থার মাধ্যমে টিকিট ক্রয়
করবেন সেখানকার সংস্থা আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনার বিজয়ের ফলাফল
আপনাকে জানিয়ে দেবে। তাছাড়াও আপনি যখন লটারি ক্রয় করবেন তখন সকল বিস্তারিত
বিষয় সম্পর্কে জানতে পারবেন। আমি আশা করি আপনারা বিষয়টি
বুঝতে পেরেছেন।
দুবাই লটারি খেলা কত দিন পর পর হয়
অনেক মানুষই আছে যারা গুগলে সার্চ করে থাকেন যে দুবাই লটারি খেলা কত দিন পর পর
হয়ে থাকে। দুবাই লটারি সাধারণত প্রতি একমাস পর পর অনুষ্ঠিত হয়। ধরেন যদি ২০২৫
সালের জানুয়ারি মাসের ১ তারিখে কোন লটারি খেলা অনুষ্ঠিত হয় তাহলে ২০২৫ সালের
ফেব্রুয়ারি মাসের ১ তারিখে পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে। কোন কারণবশত তারিখের কম
বেশি হতে পারে। তাছাড়াও আপনি যদি অনলাইনের মাধ্যমে টিকিট কিনে থাকেন। তাহলে
আপনার টিকিটে উল্লেখ করা থাকবে যে লটারি আপনি কেটেছেন সেই লটারির খেলা কবে
অনুষ্ঠিত হবে।
তাছাড়া অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে কবে খেলা
অনুষ্ঠিত হবে। আপনাকে চিন্তা করতে হবে না কারণ লটারি খেলা একদম সরাসরি দেখানো
হয়ে থাকে। আপনি চাইলে বিভিন্ন ওয়েবসাইটে বা ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন চ্যানেলে
সরাসরি দেখতে পারবেন। তাহলে আমি আশা করি যে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন
দুবাই লটারি খেলা কবে আর কিভাবে অনুষ্ঠিত হয়।দুবাই লটারি কেনার সঠিক
নিয়মাবলী
দুবাই লটারি কেনার সঠিক নিয়মাবলী
দুবাই লটারি কেনার কিছু নিয়ম রয়েছে। নিয়মের বাইরে গিয়ে কেউ এই টিকেট কিনতে
পারবেনা। আপনারা নিয়মগুলো সঠিকভাবে অবলম্বন করে দুবাই টিকিটের জন্য আবেদন করতে
পারবেন অথবা কিনতে পারবেন। দুবাই ডিউটি ফ্রী লটারি এবং দুবাই বিগ লটারি কেনার
জন্য যে সকল নীতিমালা গুলো রয়েছে সেগুলো নিচে আলোচনা করা হলো।
সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হল আপনার যোগ্যতা। দুবাই টিকিট কেনার জন্য আপনার
বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে।
আপনি যদি দুবাই লটারি কিনতে চান তাহলে অবশ্যই আপনার নাম ঠিকানা পাসপোর্ট নাম্বার,
ইমেইল ইত্যাদি প্রদান করে লটারি কিনতে হবে।
যে সকল সংগঠন দুবাই ডিউটি ফ্রী এবং বিগ টিকেট লটারি পরিচালনা করে থাকেন সেই
সংগঠনের কর্মীরা এবং তাদের পরিবারের সকল সদস্যরা যারা রয়েছেন তারা এই টিকিট
ক্রয়ে অবশ্যই অংশগ্রহণ করতে পারবে না।
দুবাই লটারি কেনার কিছু শর্তাবলী জানুন
দুবাই লটারি কেনার কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী রয়েছে। দুবাই লটারি এর
গুরুত্বপূর্ণ শর্তাবলী গুলো বিবেচনা করে আপনাকে লটারি ক্রয় করতে হবে। দুবাই
লটারি কিভাবে কিনবেন ও কি কি শর্তাবলী রয়েছে টিকিট কেনার জন্য সেগুলোর নিচে
আলোচনা করা হলো।
প্রতিটি টিকিট একটি নির্দিষ্ট ব্যক্তির নামে ক্রয় করা যাবে। আপনি ইচ্ছা করলে
একটি টিকিট একাধিক ব্যক্তির নামে ক্রয় করতে পারবেন না।
আপনি যদি দুবাই টিকিট একবার ক্রয় করেন তাহলে সেই টিকিট আর ফেরত যোগ্য হবে না এবং
সেটি আপনি বাতিল করতে পারবেন না।
নির্ধারিত ড্রয়ের জন্য আপনার টিকিটটি বৈধ হবে।
আপনাকে ফুল প্রেমেন্ট করে লটারি ক্রয় করতে হবে। আংশিক পেমেন্ট দিয়ে আপনি লটারি
ক্রয় করতে পারবেন না।
লটারি টিকিট ড্র করার পরে যে ফলাফল হবে সেটা অবশ্যই চূড়ান্ত ফলাফল। ড্র হওয়ার
পরে সেই ফলাফল আপিল করে পরিবর্তনের কোন সুযোগ নেই।
পুরস্কার শুধুমাত্র বিজয়ীর হাতে হস্তান্তর করা হবে অন্য কারো কাছে পুরষ্কার
হস্তান্তর করার কোন নিয়ম নেই।
শেষ কথাঃ দুবাই টিকিট কিভাবে কিনব
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি দুবাই লটারি
টিকিট কিভাবে কিনবেন এবং দুবাই লটারি কেনার সকল নীতিমালা এবং শর্তাবলী নিয়েও
আলোচনা করেছি। আমি অবশেষে এটাই বলতে পারি যে দুবাই টিকিট ক্রয়ের জন্য আপনি দুবাই
থাকা অবস্থায় ক্রয় করতে পারেন। তবে বর্তমান যুগ আধুনিক যুগ তাই আপনি
এই যুগে ঘরে বসে অনলাইনের মাধ্যমে দুবাই টিকিট ক্রয় করতে পারবেন।
আপনারা যারা আমার আজকের এই পোস্টটি পড়ে উপকৃত হয়েছেন তারা আমাকে কমেন্ট করে
জানাতে পারেন। এছাড়াও আপনারা চাইলে এই পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে
পারেন।তাহলে আপনার বন্ধুরাও দুবাই লটারি টিকিট ক্রয় করে উপকৃত হতে পারবে
ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url