Terms and Condition
Terms and Condition
"নিজে জানুন,অন্যকে জানান" এই স্লোগান দিয়েই আমাদের ব্লগে
পথচলা।
ইন্টারনেট সংশ্লিষ্ট লেটেস্ট আপডেট নিজে জানুন
অন্যকে জানান।
এই আর্টিকেলটি মূলত সমকালীন বিষয়ভিত্তিক তথ্য নিয়ে। আমরা এই ওয়েবসাইটটা মূলত সবাইকে ভিন্ন ধরনের নতুন অজানা তথ্য দেওয়ার উদ্দেশ্যে তৈরি করেছে। সেজন্য যদি আমার এই ওয়েবসাইট থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই তা অন্যজনকে জানার সুযোগ করে দিব... নিম্নলিখিত কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম, এই সমস্ত বিষয়গুলো খেয়াল থেকে পোস্ট এবং মন্তব্য করার নির্দেশ দেওয়া হলো সবাইকে।
১।www.aponjonblog.com এই ওয়েবসাইটে প্রত্যেকটি আর্টিকেল স্বত্বাধিকারী কেবল মাত্র।
www.aponjonblog.com এই ওয়েবসাইটে প্রকাশিত সকল আর্টিকেল অথবা পেজের পোস্ট সম্পূর্ণভাবে কপি করে অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণভাবে নিষেধ।
২। । এই ওয়েবসাইটে সকল প্রকাশিত আর্টিকেলগুলি অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন বাংলা অথবা ইংরেজি সোর্স থেকে মূলত ভাবানুবাদ করে লেখা হয়েছে।
সেজন্য কোন কোন আর্টিকেল কখনো কাকতলীয় ভাবে সোর্সের সঙ্গে সরাসরি ভাবে মিলে যেতে পারে। তাই আর্টিকেলটি যদি আপনার হয়ে থাকে এবং এতে অন্য কোথাও প্রকাশিত হয় সেটা যদি আপনি না চেয়ে থাকেন তাহলে ওয়েবসাইটের এডমিনকে অবহিত করবেন।
৩। এ ওয়েবসাইটের প্রত্যেক আর্টিকেল আমার নিজের লেখা। আমি নিজেই অনেক রিসার্চ করার পরে বিভিন্ন তথ্য সংগ্রহ করে লিখেছি। যদি কাকতালীয়ভাবে কোন লেখা কারো সঙ্গে মিলে যায়, তাহলে অবশ্যই দয়া করে আমাকে জানানোর চেষ্টা করবেন। সেই অংশটুকু আমার আর্টিকেল থেকে ডিলিট করে দিব।
৪। যেহেতু এই ওয়েবসাইটে প্রত্যেকটি আর্টিকেল আমার নিজের লেখা, সেহেতু এই লেখাগুলি অথবা তথ্য গুলি কেউ কোনোভাবে কপি করতে পারবে না। কিন্তু আমি যদি বুঝতে পারি আমার লেখাগুলো কোনভাবে কেউ কপি করেছে তাইলে অবশ্যই আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।
৫। অহেতুক ভাবে বাংলা ইংরেজি মিশ্রিত করে ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে কিংবা বাংলা ভাষায় অহেতুক বিকৃত করে কোন ধারণাটিকে লেখা যাবে না। কিন্তু প্রয়োজনে বাংলা ইংরেজি মিশ্রিত করে আর্টিকেল লেখা যাবে।
৬। টেকনিক্যাল ট্রামগুলো অহেতুক বাংলা প্রতিশতী ব্যবহার করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। টেকনিক্যাল ট্রামগুলো লেখার ক্ষেত্রে সেগুলি ইংরেজি হরফ কিংবা বাংলা উচ্চারণ লেখার চেষ্টা করুন।
৭। বিভিন্ন ধরনের সফটওয়্যারের সিরিয়াল ক্র্যাক , কিজেন ইত্যাদি বিষয়ে কোন প্রকার আর্টিকেল করা যাবে না। এই সকল আর্টিকেল আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিস্ট করার জন্য আগ্রহী নই।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url